সুনামগঞ্জের দিরাইয়ে করোনা উপসর্গ নিয়ে খুদেজা বেগম (৭০) নামের এক জনের মৃত্যু হয়েছে। তিনি দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচনী চন্দ্রপুর গ্রামের মৃত রশিদ মিয়ার স্ত্রী।
শনিবার (১০ জুলাই) বিকাল ৩ টার দিকে খুদেজা বেগমকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার স্বজনরা । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে করোনা নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. স্বাধীন দাস করোনায় এক জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান খুদেজা বেগমকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে করোনা টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্ট পাওয়ার কয়েক মিনিট আগেই তিনি মৃত্যু বরন করেন। পরবর্তীতে তার রিপোর্ট পজিটিভ আসে।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানায়, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ সন্দেহে ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩ জন করোনায় শনাক্ত হয়েছে।
আক্রান্ত ব্যক্তিরা হলেন দিরাই উপজেলার হাতিয়া গ্রামের রাসেল আহমেদ (৩৫), শাল্লা উপজেলার কাশিপুর গ্রামের আইতুন নেছা (৫৫), পুটকা গ্রামের নমিতা দাস(২৮)।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটের ১৬ জন, সুনামগঞ্জের ৭ জন, মৌলভীবাজারের আরও ১০ জন রয়েছেন। সবমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৩৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৬৩ জন। সুনামগঞ্জে ৩৬ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে আরও ২৭ জন।
Leave a Reply