স্টাফ রিপোর্টার :::
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবায় অনিয়ম, এক প্রসূতি রুগীর হাসপাতালে চিকিৎসা না পেয়ে নির্বাচন অফিসের বারান্দায় প্রসবের ঘটনা ও আনুসাঙ্গিক বিষয়ক মতবিনিময় করেন নাগরিক ফোরাম দিরাই।
অদ্য ২৪ শে জুলাই শনিবার দুপুর ৩ টায় উপজেলা কমপ্লেক্সের এক কোয়ার্টারে দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বাধীন কুমার’র সাথে এক মতবিনিময় করেন নাগরিক ফোরাম দিরাইয়ের সভাপতি আবুল কাশেম চৌধুরী, সহসভাপতি আব্দুল মুকিত, যুগ্ম সাধারণ সম্পাদক রুকনুজ্জামান জহুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ মোসলেহ উদ্দীন, অর্থ সম্পাদক মাওঃ এবিএম নোমান।
উল্লেখ্য বিগত ২২শে জুলাই প্রসব ব্যথায় কাতর স্ত্রীকে নিয়ে স্বামী রুবেল মিয়া (২৭) প্রত্যন্ত এলাকা ভাটিপাড়া ইউনিয়নের ডুলকর গ্রাম থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে জরুরি বিভাগে গেলে কর্তব্যরত ডাক্তার ওই প্রসূতিকে ভর্তি না নিয়ে সিলেটে নিয়ে যেতে বলেন। এ সময় তিনি এক মেডিকেল অফিসারের শরণাপন্ন হন। তিনিও একই কথা বলেন।
হাসপাতালে ভর্তির চেষ্টা করে ব্যর্থ রেস্তোরা শ্রমিক রুবেল মিয়া স্ত্রীকে নিয়ে হাসপাতাল ফটকের সামনে অ্যাম্বুলেন্স খুঁজতে থাকেন। তখন তার স্ত্রীর প্রসব ব্যথা তীব্র হয়ে ওঠে। রুবেল মিয়া তৎক্ষণাৎ স্ত্রী রেসমিনা বেগমকে হাসপাতাল ফটকের সামনে দিরাই নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের বারান্দায় নিয়ে যান। সেখানে কয়েক মিনিটের মধ্যে তার স্ত্রী ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেন।
এরই পরিপ্রেক্ষিতে হাসপাতাল গেইটের ২০ গজ দূরে বাচ্চা প্রসব টক অব দ্যা দিরাইয়ে পরিনত হওয়ার পর আজ শনিবার সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ শামস উদ্দিন দিরাই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এ সময় দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাধীন কুমার দাসের উপস্থিতিতে তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ও উক্ত বিষয়টিকে আলোকপাত করেন।
পরিদর্শন শেষে কর্মকর্তাদের সাতে মত বিনিময় করেন। এ সময় গত বৃহস্পতিবারের গঠনার বিষয়ে বিস্তারিত জানতে চান।
এই বিষয়ে জানতে চাইলে কর্মকর্তা স্বাধীন কুমার জানান উক্ত বিষয়টি মুলত রুগীর কর্তৃপক্ষ ও দায়িত্বরতদের কিছুটা গাফিলতি আছে নয়তোবা এইরূপ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কথা নয়। তার জন্য আমরাও লজ্জিত।বিষয়টি আমি যথাযথ আমলে নিয়ে পরবর্তীতে রুগীর চিকিৎসাসেবাও নিশ্চিত করেছি। ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই দিকেও সুনজরধারীও থাকবে বলে জানান।
Leave a Reply