রুকনুজ্জামান জহুরী ::
বাংলাদেশ সফরের আসা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫টি টি-টুয়েন্টি ম্যাচের প্রথম ইনিংসে ২৩ রানে হারিয়ে প্রথম জয় তুলে নিল বাংলাদেশ ক্রিকেট টিম।এই জয়ে অভিনন্দন জানান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সুহান আহমেদ ১৯ রানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হওয়ায় অভিনন্দন জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।দিরাই ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুরের ছেলে নাসুম আহমেদের ভাল পারফরম্যান্সে অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনায় এফবিতে ঝড় তুলছে সুনামগঞ্জবাসী।
এতদিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে কম রান করে জয়ের রেকর্ড ছিল আরব আমিরাতের বিপক্ষে। ২০১৬ সালের এশিয়া কাপে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই আমিরাতের বিপক্ষে ১৩৩ রান করে ৫১ রানের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
আজ মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই রেকর্ডও ছাপিয়ে গেল টাইগাররা। ১৩১ রানের সংগ্রহে অজিদের ২৩ রানে হারালো বাংলাদেশ। যা এখন বাংলাদেশের সবচেয়ে কম রান সম্বল করে জয়ের রেকর্ড।
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে কম রান করে জয়ের রেকর্ড এতদিন ধরে ছিল নিউজিল্যান্ডের দখলে। তা এখন নিজেদের করে নিল বাংলাদেশ। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪২ রান করেও ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড। সেদিন জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করেছিল অজিরা। আজ সেটিও করতে পারলো না তারা। মাত্র ১৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে তাদের ইনিংস থেমে গেছে ১০৮ রানে।
এর আগে চার বারের দেখায় প্রতিবারই হেরেছিল বাংলাদেশ। প্রতিটি ম্যাচই হয়েছিল দেশের বাইরে। এবার দেশের মাটিতে অজিদের বিপক্ষে প্রথমবার নেমেই সফল হলো লাল-সবুজের দল। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা
Leave a Reply