1. admin@23874.online : armanazij :
  2. dainiksotyoprobaho@gamil.com : dainik sotyoprobaho : dainik sotyoprobaho
  3. rukanuzzamanjahury@gmail.com : rukanuzzaman Jahury : rukanuzzaman Jahury
হাওর পাড়ের মানুষদের সুচিকিৎসা নিশ্চিত করতেই ইবনেসিনা প্রাইমারী হেলথ কেয়ার: আইনজিবী শিশির মনির -সত্য প্রবাহ - দৈনিক সত্য প্রবাহ
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সক্ষমতা বিষয়ক কর্মশালা – সত্য প্রবাহ দিরাইয়ে নেতাকর্মীদের নিয়ে যুবদল নেতার জামায়াতে যোগদান – সত্য প্রবাহ দিরাইয়ে মাদকের ও সন্ত্রাসীদের আস্তানা থাকবেনাঃওসি আব্দুর রাজ্জাক – সত্য প্রবাহ এড. জহির আহমেদ সোনা মিয়ার ৯ম মৃত্যুবার্ষিকি আজ -সত্য প্রবাহ দিরাই বাজার মহাজন সমিতির নব-নির্বাচিতদের শপথ- সত্য প্রবাহ দিরাই সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক আব্দুল কাদেরের ইন্তেকাল – সত্য প্রবাহ দিরাইয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ -সত্য প্রবাহ বিদ্যুৎপৃষ্ট হয়ে দিনমুজুর হারিস মিয়ার মৃত্যু, স্বামীকে বাচাতে স্ত্রী মৃত্যুশঙ্কায় – সত্য প্বাহ দিরাইয়ে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার -সত্য প্রবাহ দিরাই সরকারি কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেনঃ রফিকুল ইসলাম তালুকদার – সত্য প্রবাহ

হাওর পাড়ের মানুষদের সুচিকিৎসা নিশ্চিত করতেই ইবনেসিনা প্রাইমারী হেলথ কেয়ার: আইনজিবী শিশির মনির -সত্য প্রবাহ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
oplus_132096

রুকনুজ্জামান জহুরী :::
হাওর অঞ্চলের অবহেলিত জনসাধারনের স্হাস্হ্য সেবার মানোন্নয়নে সুনামগঞ্জের দিরাই -শাল্লাবাসীর চিকেৎসা সেবা ঘরের দাড়প্রান্তে পৌছাতে দিরাই উপজেলার শ্যামারচরের ইবনেসিনা প্রাইমারী হেলথ কেয়ার (শ্যামারচর শাহী ইদগাহ)শুভ উদ্ভোধন।
৭ ই অক্টোবর সোমবার বিকালে শ্যামারচর ইদগাহ মাঠে ডাক্তার আব্দুল মান্নানের সভাপিত্বে, মাস্টার আবুল খায়েরের পরিচালনায় উক্ত উদ্ভোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজিবী-ব্যারিস্টার মোহাম্মদ শিশির মনির ।
প্রধান অতিথীর বক্তব্যে তিনি বলেনঃ শিক্ষা, স্বাস্হ্য ও যোগাযোগ ব্যবস্হাপনা থেকে যুগের পর যুগ ভোগান্তিতে আছেন দিরাই শাল্লাবাসী। দূর্ণীতি আর ক্ষমতায় শীর্ষে থাকা দলগুলো সবসময়ই নিজের ব্যাং ব্যালেন্স করতে ব্যস্ত ছিলেন। তাই তারা ধন সম্পদ আর ক্ষমতার জন্যই কাজ করে গেছেন।কোটি কোটি টাকা কামিয়েও শান্তি ও সম্মান অর্জন করতে পারেনি।হাজারো কোটি টাকার মালিক হওয়া সত্তেও তাদের দূর্দিনে না কাজে লেগেছে কোন টাকা না কোন ক্ষমতা। তাই টাকা পয়সা হোক সৎ পথের উপার্জিত সম্পদে আর সম্পদ হোক মানবতার কল্যাণে তবেই ইহকালে শান্তি ও সম্মান।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির আরও বলেন অনেক সম্পদশালীরা সঠিকভাবে তাদের অর্জিত ধনভাণ্ডার ব্যয় করতে না পারায় দুনিয়া ও আখেরাতে কোন কাজে আসবেনা। মানুষের সেবার মাধ্যমে মহান আল্লার সন্তুষ্টি অর্জনই ইহ ও পরকালের অর্জন।
তিনি বলেন ভাটি এলাকার মানুষকে আর স্বাস্থ্য সেবা বঞ্চিত দেখতে চাইনা। গর্ভবতী আর কোন মা যেন চিকিৎসা অবহেলায় মারা না যায়। ভাটি এলাকার থেকে কোন গর্ববতী মহিলাকে উপজেলা সদরে বা জেলা শহরে নিয়ে যেতে রাস্তায় প্রসব হয়েছে এসব আমরা আর শুনতে চাই না। আমরা মানুষের জীবন মানের উন্নয়ন ঘটাতে চাই। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই
সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল দিরাই শাল্লার দরিদ্র রোগীসহ সর্বসাধারণের স্বল্প খরচে সর্বোচ্চ সেবাদানের প্রত্যয় নিয়ে ইবনে সিনার আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবনে সিনা হেলথ কেয়ারের পরিচালক ডা. আতিকুর রহমান, ইবনে সিনা হাসপাতাল সিলেটের এডমিন অফিসার তানভির আহমেদ, দিরাই উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.রায়হান উদ্দিন, ডা. বিজিত তালুকদার, ডা. এনায়েত,জামায়াত নেতা অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার রুস্তম আলী,খালিয়াজুড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা রুহুল আমিন, দিরাই উপজেলা আমীর মাওলানা আব্দুল কুদ্দুছ, শাল্লা উপজেলা সভাপতি হাফেজ নুরে আলম সিদ্দিকি,আটগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান,ডাঃকবির আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ইবনে সিনা হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধন করেন, শারীরিক প্রতিবন্ধী ফুলবাসী দাস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর
Design & Developed BY AR Softhost
Theme Customized By Arman azij