রুকনুজ্জামান জহুরীঃ
এড.জহির আহমেদ সোনা মিয়ার ৯ম মৃত্যু বার্ষিকি আজ।
তিনি ছিলেন একাধারে রাজনীতিবীদ সাহত্যিক কলামিস্ট ও অবহেলিত ভাটিবাংলার হাওর উন্নয়ন, নদ-নদী খাল- বিল খননসহ নানাবিধ অবকাঠামোগত উন্নয়ন আন্দোলনের নির্বীক যুদ্ধা।তিনি মৃত্যুর আগপর্যন্ত নিজ জন্মস্হান শাল্লা ও দিরাইবাসীসহ বৃহত্তর হাওর তথাপি সুনামগঞ্জ জেলকে নিয়ে ভেবেছিলেন সবসময়ই। তাইতো উনার লিখা অজস্য গান কবিতা ও হাওরের উন্নয়ন নিয়ে লিখা সুনামগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য বইগুলোই তাহার অনবদ্য স্বাক্ষী। তিনি মুক্তিযুদ্ধ,শিশুদের ছড়া বই
,সুরমা নদী ও বাধ রক্ষাসহ অনেক সচেতনতামূলক তথ্য সামগ্রী বর্ণনা করে গেছেন উনার লিখা বইগুলোতে ।যার পড়তে পড়তে ছিলো শুধু সুনামগঞ্জের ভবিষ্যৎ রুপরেখা। বাল্যবেলা থেকে সুনামগঞ্জে বেড়ে উঠার কারনে সুনামগঞ্জ শহরকে আধুনিক শহরে রুপান্তরিত করতে এবং কোর্ট বারকে আধুনিকতার ছোঁয়ায় উন্নিত করনে অনেক আন্দোলন সংগ্রাম করে গেছেন রাজনৈতিকভাবে বিভিন্ন দল ও নেতৃ স্হানীয়দের সাথে। যার ধরুন উনি সুনামগঞ্জ জেলায় একজন বিঙ্গ আইনজিবী হিসেবে পেয়েছিলেন অনেন শ্রদ্ধা ও সম্মাননা।
প্রানের দিরাই – শাল্লাবাসীর কথা চিন্তা করে এই অবহেলিত মানুষদের ভাগ্য উন্নয়নে তিনি
১৯৯১ সালে স্বতন্ত্র পদে জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন। পরবর্তীতে তিনি ১৯৯৬ সালে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতিকেও নির্বাচনে অংশগ্রহণ করেন। রাজনৈতিক পরাশক্তি সুরঞ্জিত সেনগুপ্তের কাছে তিনি ভৌগলিক ও সামাজিক অবস্হানের কারনে বারংবার পরাজিত হোন। নির্বাচনের মাঠে তিনি পরাজিত হলেও বাস্তব জীবনে তিনি ছিলেন একজন সফলতম ব্যাক্তি এবং সর্ব শ্রদ্ধেয়।
আজ উনার ৯ম মৃত্যু বার্ষিকি ।
২০১৬ সালের এহ দিনে তিনি নিজ জন্মস্হান উজানগাঁও গ্রামে মৃত্যু বরণ করেন। হাজারো মানুষের ভালবাসায় শিক্ত হোন এই ইহজগতের বিদায়ী দিনে।
শ্রদ্ধাভাজন এই গুনী ব্যাক্তিকে আজ স্মরণ করলেন দিরাই -শাল্লার আগামী দিনের কান্ডারী সুপ্রীম কোর্টের আপিল বিভাগের আইনজিবী এড. শিশির মনির ।তিনি উনার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে তিনি বলেন দেখতে দেখতে ৯ টি বছর পার হয়ে গেলো।
আপনার শূন্যস্হান অপূুরনীয়।আপনি ছিলেন সুনামগঞ্জ জেলার কৃতি সন্তান দিরাই -শাল্লাবাসীর অহংকার। আপনার মতো সৃজনশীল রাজনীতিবীদ, গুণী লেখক ,সমাজ সেবক ও বর্নাঢ্য ক্যারিয়ারের এক আলোকবর্তিকা ছিলেন।আমি নিজেও গর্বিতবোধ মনে করি আমরা একই ইউনিয়নের একই গ্রামের সন্তান। তিনি ছিলেন আমার অবিভাবক। আল্লাহ আপনাকে জান্নাতুল মাকাম দান করুন। আমিন
Leave a Reply