স্টাফ রিপোর্টারঃঃ
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি দিরাই শাল্লার বার্ষিক সাধারন সভা ও কার্যকরী কমিটি গঠন ।
১৮ ই জানুয়ারি শনিবার দুপুর ১২ টায় মাস্টার অপটিক্যাল এন্ড লাইব্রেরীতে “বাপুস”দিরাই -শাল্লা উপজেলা সমিতির সভাপতি আব্দুল মতিন সর্দার, সম্পাদক শুভ্র কান্তি দাসের সঞ্চালনায় বার্ষিক সাধারন সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় পবিত্র আল কোরআন থেকে তিলাওয়াত করেন সমিতির সহসভাপতি মাওঃকাজী ফিরুজ আলী, গীতা পাঠ করেন মাইকেল রায়। আলোচনা সভায় বক্তব্য রাখেনঃ সমিতির সহসভাপতি দ্বীন ইসলাম মাস্টার ,মাওঃ আতহার আলী, মাওঃ আব্দুল গনী,মাস্টার জসীম উদ্দীন প্রমুখ।
“নীতিমালা মানবো ,নির্ধারিত মূল্যে বই বিক্রয় করবো, ব্যাবসায় উন্নতি আনবো” উক্ত প্রতিপাদ্য সামনে রেখে বক্তারা বক্তব্য রাখেন । আলোচনা সভার প্রারম্ভে অর্থ সম্পাদক মাওঃ একরাম হোসেন বিগত ২০২৪ সালের আয় ব্যায়ের হিসাব সমিতির কাছে প্রদান করেন।
২০২৫-২৬ সালের জন্য প্রস্হাবিত ও সমর্থিত এবং সর্বসম্মতিতে দিরাই-শাল্লা উপজেলার তিনজনকে কার্যকরি কমিটির সম্মানিত উপদেষ্টা করা হয়। উপদেষ্টা সভাপতি, সদ্য সাবেক সভাপতি আব্দুল মতিন সর্দার,উপদেষ্টা মাওঃ আতহার আলী , মাওঃ কাজী ফিরুজ মিয়া। কার্যকরি কমিটির সভাপতি শুভ্র কান্তি দাস,সহ সভাপতিঃ দ্বীন ইসলাম মাস্টার, আব্দুর রাজ্জাক রাজু, সম্পাদক রুকনুজ্জামান জহুরী,সহঃ সম্পাদক মাইকেল রায়, কোষাধ্যক্ষ মাওঃ একরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক গৌতম দাস,সহঃ সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া ,দপ্তর সম্পাদক কানু সরকারসহ ১৫ সদস্য কার্যকরী কমিটির ২৪- ২৫ সনের দায়িত্বশীল কমিটি ঘোষিত করা হয়।
Leave a Reply