স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের দিনমুজুর হারিস মিয়ার ইন্তেকাল ।দুপুর ১২ টায় তার নিজ বসত বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় মিটারের সংযোগ লাইনচ্যুত হয়ে ঘরের টিনের সাথে সংযুক্ত হয়ে গেলে হারিস মিয়া (২৫) বৈদ্যুতিক শর্টে আঘাতপ্রাপ্ত হয়ে বিদ্যুৎপৃষ্ট হয়।স্বামীকে বাচাতে স্ত্রী কাঞ্ছনমালা ঝাপিয়ে ধরার পরে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখমী হয়।আহত হারিছ মিয়াকে ও কাঞ্ছনমালাকে দিরাই সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসারত ডাক্তার হারিছ মিয়াকে মৃত বলে ঘোষণা করেন। আহত কাঞ্ছনমালাকে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে প্রেরন করা হয় সে শঙ্কায় চিকিৎসারত আছেন। নিহত হারিস মিয়ার দুই কন্যা ও এক শিশু সন্তান রয়েছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান সংবাদটি জানার পরপরই হাসপাতালে এবং ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply