স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার দিরাই বাজার মহাজন সমিতির নব নির্বাচিতদের শপথ বাক্য পাঠ । দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট সনজিব সরকার নব নির্বাচিত ৫ জনকে শপথ বাক্য পাঠ করান।উপস্হিত ছিলেন দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক । ২০ সেপ্টেম্বর শনিবার নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচিত সভাপতিঃ নুরুল হক,সহসভাপতিঃ হান্নান অর রশিদ, সাধারন সম্পাদক আল মাসুদ ,সহঃ সাধারন সম্পাদকঃ জুলহাস আহমেদ, কোষাধ্যক্ষঃ জিয়াউর রহমান মহাজন সমিতির সদস্যদের উপস্হিতিতে শপথ বাক্য পাঠ করেন।
শপথ পাঠ শেষে সদ্য সাবেক এডহক কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহনকালে নির্বাচিত ও দায়িত্বশীল সকলেই দিরাই বাজারের ব্যবসায়িক সকলের সুখে ও দুখে পাশে থাকার ব্যত্তয় করেন। মহাজন সমিতির উন্নতি সাধনে করনীয় সকল কাজ ও সিদ্ধান্ত সকল ব্যবসায়ীদের মঙ্গলে যেনো নিয়োজিত হয় সেই পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করে যাবেন ।
Leave a Reply