1. admin@23874.online : armanazij :
  2. dainiksotyoprobaho@gamil.com : dainik sotyoprobaho : dainik sotyoprobaho
  3. rukanuzzamanjahury@gmail.com : rukanuzzaman Jahury : rukanuzzaman Jahury
দিরাই উপজেলা,পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির ১ম সভা সম্পন্ন - সত্য প্রবাহ - দৈনিক সত্য প্রবাহ
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সক্ষমতা বিষয়ক কর্মশালা – সত্য প্রবাহ দিরাইয়ে নেতাকর্মীদের নিয়ে যুবদল নেতার জামায়াতে যোগদান – সত্য প্রবাহ দিরাইয়ে মাদকের ও সন্ত্রাসীদের আস্তানা থাকবেনাঃওসি আব্দুর রাজ্জাক – সত্য প্রবাহ এড. জহির আহমেদ সোনা মিয়ার ৯ম মৃত্যুবার্ষিকি আজ -সত্য প্রবাহ দিরাই বাজার মহাজন সমিতির নব-নির্বাচিতদের শপথ- সত্য প্রবাহ দিরাই সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক আব্দুল কাদেরের ইন্তেকাল – সত্য প্রবাহ দিরাইয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ -সত্য প্রবাহ বিদ্যুৎপৃষ্ট হয়ে দিনমুজুর হারিস মিয়ার মৃত্যু, স্বামীকে বাচাতে স্ত্রী মৃত্যুশঙ্কায় – সত্য প্বাহ দিরাইয়ে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার -সত্য প্রবাহ দিরাই সরকারি কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেনঃ রফিকুল ইসলাম তালুকদার – সত্য প্রবাহ

দিরাই উপজেলা,পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির ১ম সভা সম্পন্ন – সত্য প্রবাহ

  • আপডেট টাইম : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

রাজনৈতিক সকল মতের ভেদাভেদ ভুলে দিরাইয়ের বিএনপিকে সংগঠিত ও ঐক্যবদ্ধ রাখতে
দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আমির আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক চৌধুরী’র সঞ্চালনায় পরিচিতি পর্ব শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২১ জন সদস্যদের মধ্যে ২০ জন উপস্থিত ছিলেন।

আওয়ামিলীগের শাসনামলে নির্যাতন, জেল, জুলুম ও নিষ্পেসিত নেতা কর্মীরা আহ্বায়ক কমিটির সঠিক পদ মর্যাদায় না আসতে পারায় ক্ষোভ ও ভেদাভেদ ভুলে এক মঞ্চে বসতে বিলম্ব হয়েছে বলে জানান উপস্হিতিরা। তবে সমস্ত ভেদাভেদ ভুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দিরাইয়ের বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তাই কিছুটা বিলম্ব হলেও সকলেই আজকের প্রথম সভায় উপস্তিত হতে পেরে আনন্দিত ।
এবং উপজেলার ৯ টি ইউনিয়নে প্রকৃত ত্যাগী নেতাদের কমিটিতে রাখার সিদ্ধান্ত হয়। এবং এখন থেকে দলের সকল কর্মসূচি একসাথে একই ব্যানারে পালিত হবে, কোন বলয় থাকবে না। সভায় আরো সিদ্ধান্ত হয় এখন বৈশাখ মাস একমাত্র সোনার ফসল ঘরে তুলতে সবাই ব্যস্ত। আগামী ১৫ দিন কোন কর্মসূচি থাকবে না ফসল কাঁটা শেষ হলে উপজেলার ৯ টি ইউনিয়নে সফর করে তৃনমূলের মতামতের ভিত্তিতে ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করা হবে। সভায় বিএনপির সদ্য সাবেক সভাপতি কামরুজ্জামান মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, সাবেক সভাপতি আব্দুস শহীদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী বিএনপির সকল সহ মরহুম নেতাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁদের স্মরণে একটি শোকসভার আয়োজনের সিদ্ধান্ত হয়। সভায় বিগত ১৫ বছর আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছেন বিশেষ করে ৫ আগষ্টের আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিএনপির চেয়ারপার্সন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দিরাই শাল্লার সাবেক এমপি কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির চৌধুরীর রোগ মুক্তি কামনা করা হয়। সভা বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দাই মিয়া,আব্দুর রশিদ চৌধুরী,আব্দুল কাইয়ুম, যুগ্ম আহবায়ক আব্দুল করিম চৌধুরী, হুমায়ুন কবির তালুকদার,কবির মিয়া, আহবায়ক কমিটির অন্যান্য সদস্য শাহানা আলম চৌধুরী, আব্দুল ওয়াদুদ চৌধুরী, নুরুল হক তালুকদার, পংকজ দাস, শোয়েব হাসান, এডভোকেট ওবায়দুর রহমান চৌধুরী মিশু, আবু সাঈদ চৌধুরী, সুমন মিয়া, ইফতেখার মোঃ নাবিল চৌধুরী, আবুল খায়ের চৌধুরী, কামরুল ইসলাম ও শোকেশ দাস। পরিচিতি সভা শেষে তাঁরা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাছির চৌধুরীর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর
Design & Developed BY AR Softhost
Theme Customized By Arman azij