স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের মিলন বাজারে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এক ভিট পুলিশ সভা অনুষ্টিত।
২২ শে অক্টোবর বুধবার বিকাল ৫টায় স্হানীয় মিলন বাজারে কমিটির সভাপতি
আরিফ তালুকদারের সভাপতিত্বে চরনারচর ইউনিয়ন ভিট পুলিশ কর্মকর্তা আব্দুল হেকিমের সঞ্চালনায় দিরাই উপজেলাকে মাদক,সন্ত্রাস, ইভটিজিং ,বাল্যবিবাহরোধসহ সকল প্রকার অন্যায় ও অপরাধমুক্ত উপহার দেওয়ার প্রত্যাশা দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক। তিনি বলেন অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছে দিরাই থানা পুলিশ।জনগন ও পুলিশ একসাথে সততার সহিত ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আর কোন অপরাধের পরিক্রমা সৃষ্টি হবেনা। আপনি আমি নিজেকে সংশোধন করতে পারলে আর কখনও কোনদিন কেউ অপরাধ করার সাহসটুকুও দেখাতে পারবেনা। যেকোন অপরাধ ও অন্যায় নির্মূলে আমরা আছি জনগনের সেবায় সার্বক্ষনিক নিয়োজিত । আপনাদের যেকোন সময় প্রয়োজনে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন।কোন ঘুষ বানিজ্য ছাড়াই আপনার অভিযোগ দাখিলসহ সকল তদন্তে দায়িত্বরত অফিসাররা কাজ করে যাবেন।
বক্তব্য রাখেনঃ উত্তম দাস (ওসি তদন্ত),দৈনিক সত্য প্রবাহ ডটকমের সম্পাদক রুকনুজ্জামান জহুরী,চরনারচর ইউনিয়নের জামায়াত সভাপতি নুরুল ইসলাম , আব্দুল মতিন তালুকদার ,সাবেক মেম্বার অধির দাস, সুনীল দাস প্রমুখ।
Leave a Reply