বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার দিরাই থানার রফিনগন ইউনিয়নের বাংলাবাজার নিকটস্হ মির্জাপুর গ্রামের জামে মসজিদের কাছে হাওয়ার বন হাওরে প্রায় ষাটউর্ধ্ব ব্যাক্তির লাশ উদ্ধার করা হয় ।
৮ই জুলাই মঙ্গলবার সকাল ৮ঃ৩০ মিনিটের সময়
পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্হানীয় এলাকাবাসী ।এলাকাবাসী লাশটির পরিচয় শনাক্ত করতে ব্যার্থ হন। দিরাই থানা পুলিশ অঙ্গাতনামা লাশটি উদ্ধার করে পোস্টমডামের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। উক্ত লাশটির সঠিক তথ্য ও পরিচয় শনাক্ত করতে পারলে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।
ওসি দিরাই থানা 01320120946
এসআই/ নিউটন মৃধা 01718468687
ডিউটি অফিসার দিরাই থানা 01320120951
Leave a Reply