স্টাফ রিপোর্টারঃ
জাতীয় গণহত্যা দিবস’ বা গণহত্যা দিবস স্মরণে বাংলাদেশে পালিত একটি দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক নির্মম গণহত্যায় নিহতদের স্মরণে দিবসটি পালন করা হয়। ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজার ঘাট সুরমা নদীর পাড়ে একটি গণহত্যাকান্ড নামে রাষ্ট্রদ্রোহী মামলা বিচারাধীন।
তারই ধারাবাহিকতায় প্রতি বছরই ২৫ শে মার্চ কাল রাত হিসেবে গণহত্যা দিবস উপলক্ষ্যে প্রতি বছরই বধ্যভূমীতে মোমবাতি প্রজ্জলন করে আসছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত জনতা ও স্হানীয় প্রশাসন।
২৫ শে মার্চ মঙ্গলবার দুপুরে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার’র নেতৃত্বে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।
এসময় উপস্হিত ছিলেন দিরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিজিৎ সূত্রধর ,দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক,দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির আলী, জামায়াতে ইসলাম বাংলাদেশ শাল্লা উপজেলা শাখার আমীর হাফিজ নূরে আলম সিদ্দিকী ,সাধারন সম্পাদক আবুল খায়ের, শ্যামারচর বাজার ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক আজিজুর রহমান ধন মিয়াসহ বিএনপি জামায়াতের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।
শ্রদ্ধা জ্ঞাপণ শেষে গণহত্যাকান্ডে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন শ্যামারচর বাজার মসজিদের খতীব মাওঃ আজহার উদ্দীন।
Leave a Reply