1. admin@23874.online : armanazij :
  2. dainiksotyoprobaho@gamil.com : dainik sotyoprobaho : dainik sotyoprobaho
  3. rukanuzzamanjahury@gmail.com : rukanuzzaman Jahury : rukanuzzaman Jahury
দিরাইয়ে যৌথ অভিযানে অস্ত্রসহ ৪ জন সন্ত্রাসী গ্রেফতার - সত্য প্রবাহ - দৈনিক সত্য প্রবাহ
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সক্ষমতা বিষয়ক কর্মশালা – সত্য প্রবাহ দিরাইয়ে নেতাকর্মীদের নিয়ে যুবদল নেতার জামায়াতে যোগদান – সত্য প্রবাহ দিরাইয়ে মাদকের ও সন্ত্রাসীদের আস্তানা থাকবেনাঃওসি আব্দুর রাজ্জাক – সত্য প্রবাহ এড. জহির আহমেদ সোনা মিয়ার ৯ম মৃত্যুবার্ষিকি আজ -সত্য প্রবাহ দিরাই বাজার মহাজন সমিতির নব-নির্বাচিতদের শপথ- সত্য প্রবাহ দিরাই সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক আব্দুল কাদেরের ইন্তেকাল – সত্য প্রবাহ দিরাইয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ -সত্য প্রবাহ বিদ্যুৎপৃষ্ট হয়ে দিনমুজুর হারিস মিয়ার মৃত্যু, স্বামীকে বাচাতে স্ত্রী মৃত্যুশঙ্কায় – সত্য প্বাহ দিরাইয়ে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার -সত্য প্রবাহ দিরাই সরকারি কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেনঃ রফিকুল ইসলাম তালুকদার – সত্য প্রবাহ

দিরাইয়ে যৌথ অভিযানে অস্ত্রসহ ৪ জন সন্ত্রাসী গ্রেফতার – সত্য প্রবাহ

  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫

সত্য প্রবাহ ডেস্কঃ

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও অস্ত্রের মহড়া চলতে থাকায় জননিরাপত্তা হুমকির মুখে পড়ে। এই প্রেক্ষাপটে গত ২২ জুন ২০২৫ তারিখে কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরার হোসেন সমর্থিত লোকজন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে নৌকা যোগে পালানোর চেষ্টা করে বলে জানান সেনাবাহিনীর টহল দল।সেনাবাহিনীর ধাওয়ায় একরার গ্রুপ পার্শ্ববর্তী গাদিয়ালা গ্রামে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এক পর্যায়ে উৎপেতে থাকা লোকজন সেনাবাহিনীকেও লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টাগুলি চালায় ও সন্ত্রাসীদেরকে প্রতিহত করেন। পরবর্তীতে তল্লাশি অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর টহল দল ঘটনাস্থল হতে মোঃ আবু সাঈদ (৩৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। এছাড়াও চারজন সন্ত্রাসী তাজউদ্দীন, আমির উদ্দিন, হিরণ মিয়া ও জমির মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি একনালা বন্দুক, চারটি পাইপ গান, এক রাউন্ড তাজা গুলি, ছয়টি বুলেট প্রুফ জ্যাকেট এবং বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আজ সকাল সাড়ে আটটায় যৌথ বাহিনীর অভিযানটি শেষ হয়। উক্ত অভিযানে আটককৃত ব্যক্তিবর্গ এবং তাদের নিকট হতে উদ্ধারকৃত বিভিন্ন সরঞ্জামাদি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এর পাশাপাশি উদ্ধারকৃত মৃতদেহের ময়নাতদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এইদিকে আছরের নামাজ শেষে আবু সাঈদের লাশ তাহার নিজ এলাকায় জানাযা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর
Design & Developed BY AR Softhost
Theme Customized By Arman azij