1. admin@23874.online : armanazij :
  2. dainiksotyoprobaho@gamil.com : dainik sotyoprobaho : dainik sotyoprobaho
  3. rukanuzzamanjahury@gmail.com : rukanuzzaman Jahury : rukanuzzaman Jahury
দিরাইয়ে দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সক্ষমতা বিষয়ক কর্মশালা - সত্য প্রবাহ - দৈনিক সত্য প্রবাহ
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সক্ষমতা বিষয়ক কর্মশালা – সত্য প্রবাহ দিরাইয়ে নেতাকর্মীদের নিয়ে যুবদল নেতার জামায়াতে যোগদান – সত্য প্রবাহ দিরাইয়ে মাদকের ও সন্ত্রাসীদের আস্তানা থাকবেনাঃওসি আব্দুর রাজ্জাক – সত্য প্রবাহ এড. জহির আহমেদ সোনা মিয়ার ৯ম মৃত্যুবার্ষিকি আজ -সত্য প্রবাহ দিরাই বাজার মহাজন সমিতির নব-নির্বাচিতদের শপথ- সত্য প্রবাহ দিরাই সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক আব্দুল কাদেরের ইন্তেকাল – সত্য প্রবাহ দিরাইয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ -সত্য প্রবাহ বিদ্যুৎপৃষ্ট হয়ে দিনমুজুর হারিস মিয়ার মৃত্যু, স্বামীকে বাচাতে স্ত্রী মৃত্যুশঙ্কায় – সত্য প্বাহ দিরাইয়ে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার -সত্য প্রবাহ দিরাই সরকারি কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেনঃ রফিকুল ইসলাম তালুকদার – সত্য প্রবাহ

দিরাইয়ে দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সক্ষমতা বিষয়ক কর্মশালা – সত্য প্রবাহ

  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

স্টফ রিপোর্টার ঃ
দিরাইয়ে দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সক্ষমতা বিষয়ক কর্মশালা অনুষ্টিত। ২৭ অক্টোবর সোমবার দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকারের সভাপতিত্বে ,স্হানীয় জনপ্রতিনিধি উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা উপস্হিত ছিলেন। দুর্যোগ মোকাবেলায় প্রতিটা মাসিক মিটিংএ আলোচনা থাকে। বিশুদ্ধ পানি গভীর টিউবয়েল নির্মাণ প্রকল্প কাজ সবসময়ই চলমান। পানির লেয়ার কমে যাওয়ায় দিরাইয়ে প্রায় টিউবওয়েলে এখন বিশুদ্ধ পানির শূন্যতা দেখা দিয়েছে ভবিষ্যতের জন্য আরও অনেক ডিপ টিউবওয়েলের প্রয়োজনীয়তা রয়েছে । আয়রনমুক্ত পানি পানে সতর্কিকরনসহ স্বাস্হ্যসেবামুলক সেমিনার ও কমিউনিটি ক্লিনিকগুলো সর্বাদায় কাজ করে যাচ্ছেন। দিরাই উপজেলার কয়েকটি ইউনিয়ন নিম্নাঞ্চলের হওয়ায় কয়েকটি জায়গায় আশ্রয়কেন্দ্র স্হাপনাও হয়েছে ভবিষ্যতে তা আরও বৃদ্ধিকরার পরিকল্পনাও রয়েছে ।এখনও স্বাস্হ্যসম্মত সেনিটেশনের অভাব আছে হাওর পাড়ের গ্রামগুলোতে সেইদিকে নজর দেওয়া উচিৎ এবং ব্র্যাক কর্তৃক উন্নয়ন অবকাঠামোগত পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করা হলে স্বাস্হ্যঝুকি হ্রাস পাবে বলেন সনজিব সরকার।

দুর্যোগ ঝুকি ব্যবস্হাপনা কর্মসূচী ব্র্যাক কর্তৃক আয়োজিত দুর্যোগ মোকাবেলায় পূর্ব পদক্ষেপ ,ক্ষয়ক্ষতিরোধ ও দুর্যোগ মুহুর্থে করনীয় বিষয়ক কার্যক্রম নিয়ে ঘন্টাব্যাপী কর্মশালায়
সুনামগঞ্জ জেলা ত্রাণ দুর্যোগ পূনর্বাসন কর্মকর্তা
হাসিবুর রহমান বলেনঃ দিরাই উপজেলা হাওর বেষ্টিত এলাকা। যার চারপাশেই হাওর,খাল, বিল , নদনদী ও নিম্নাঞ্চল ভুমি হওয়ায় প্রতিবছরই বন্যায় কবলিত হয়।
বন্যা ,জলোচ্ছাস, ঘূর্নিঝড়
মোকাবেলায় সরকারের স্হানীয় প্রজেক্ট বাস্তবায়নে কাজ চলমান ।উপজেলা, ইউনিয়ন ওয়ার্ডভিত্তিক দুর্যোগ মোকাবেলা কমিটির সকলকে কর্মশালার সঠিক পদক্ষেপ ও করনীয়
পূর্বপ্রস্তুতি ও স্বাস্হ্যসেবায় সসচেতন হতে হবে ।
এসময় উপস্হিত ছিলেনঃ আবাসিক প্রকৌশলী পিডিপি পরশুরাম তরফদার,পানি উন্নয়ন কর্মকর্তা মির্জা আবু ছাইদ, সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল, করিমপুর ইউপি চেয়ারম্যান লিটন চন্দ্র দাস ,তোষার চক্রবর্তী ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট ( ব্র্যাক),শাহ আলম জেলা সমন্বয়ক ( ব্র্যাক ),নিখিল চন্দ্র দে
এরিয়া ম্যানেজার , হাবিবুর রহমান এফসি,রুকনুজ্জামান জহুরী ,ইউপি সদস্য শাহাবুদ্দীন, মাসুদ চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর
Design & Developed BY AR Softhost
Theme Customized By Arman azij